নিজস্ব প্রতিবেদক : উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানে অবদান রাখায় উখিয়ার আইএসপি প্রতিষ্ঠান মেসার্স এস.জে এন্টারপ্রাইজ’কে ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩ এ ভূষিত করেছে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
শনিবার (২৮ জানুয়ারি),রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী এ আর জিহান চৌধুরী।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তরুণ প্রযুক্তি উদ্দোক্তা জিহান বলেন, ” এ এক অনন্য প্রাপ্তি, যেকোনো স্বীকৃতি এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। সকলের দোয়া কামনা করছি যেনো জননেন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করে যেতে পারি।”
উল্লেখ্য, উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবং উখিয়া উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী ছেনুয়ারা বেগম এর পুত্র এ.আর জিহান চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজার জেলার সদস্য সচিব এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য।
প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় মোট ১৮ ব্যক্তি ও সংগঠনকে এ পুরষ্কার দেওয়া হয়।