ট্রেন দুর্ঘটনায় ডেনমার্কে নিহত-৬

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জিল্যান্ড ও ফুনেন দ্বীপের মাঝে সংযোগ স্থাপনকারী গ্রেট বেল্ট ব্রিজে বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সেতুটি বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে সেতু থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে তীব্র বাতাসের মধ্যে একটি মালবাহী ট্রেনকে কোপেনহেগেনগামী একটি ট্রেন ধাক্কা দেয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য দেশটির জরুরি সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন। প্রত্যেকদিন হাজার হাজার যানবাহন সেতুটি দিয়ে চলাচল করে।