টেকনাফ টুডে ডেস্ক : দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্ত বিচারে তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগের রায় ট্রাম্পের পক্ষেই যায়। এর ফলে অভিশংসন থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট। সেইসঙ্গে ক্ষমতা থেকেও অপসারিত হচ্ছেন না তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।
চূড়ান্ত এ রায়ের পর ট্রাম্পের রানিংমেট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিশংসনের পুরো প্রক্রিয়া ও তদন্তকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বহুদিন ধরে ডেমোক্রেটরা প্রেসিডেন্টের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছিলেন। তাদের অভিশংসন প্রক্রিয়াটা লজ্জার হলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। তারা বুঝেছে যে, ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচনে দাঁড়ালে তাদের কোনো প্রার্থীই জয় পাবে না। এটা বুঝেই তারা অসত্য অভিযোগ সাজিয়েছে।’
‘আমরা নভেম্বরের ভোটে তার জবাব দেবো। আমরা আবারও জিতে হোয়াইট হাউজে যাবো। আজকের এ জয় আমাদের সব রিপাবলিক নেতা-কর্মী-সমর্থকদের জয়’ বলেন মাইক পেন্স।
তবে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, রিপাবলিকানরা অনাচারকে সমর্থন করেছে।
এদিকে, এ রায়ের পর বরাবরের মতো টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘দেশের বিজয়’ বলে উল্লেখ করেন। তিনি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে অভিশংসন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন তিনি।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। নিম্নকক্ষটি ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় অনুমতিভাবেই রায় ট্রাম্পের পক্ষে গেছে।
নভেম্বরে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ালে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, সিনেটে যার অভিশংসন বিচার হয়েছে।