টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই র্যাব সদস্য হলেন- হোসেন মাহমুদ (৩২)। তিনি পুলিশের একজন কনস্টেবল এবং র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক পেছন থেকে মাহমুদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনার জন্য ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই রেজাউল।