টেকনাফ সড়কে কৌশলে ইয়াবা পাচার : হেলপার-সুপার ভাইজারসহ আটক-৩; স্পেশাল বাস জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

: টেকনাফ সড়কে যানবাহন করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড়িসহ বাসটি জব্দ করে হেলপার ও সুপার ভাইজারসহ ৩জনকে আটক করেছে। জানা যায়,৪মে বিকাল ৫টারদিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি ইকরামুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০০৪৬) তল্লাশী চালিয়ে ৪হাজার ইয়াবা বড়িসহ বাসটি জব্দ করে। ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার মুহুরীপাড়ার আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ কাশেম (২৮) ও মরিচ্যা ধোয়া পালংয়ের মৃত নুরুল ইসলামের পুত্র রহমত উল্লাহ (১৯)কে আটক করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে ভোর সাড়ে ৬টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন তল্লাশী চালিয়ে ২হাজার ইয়াবা বড়িসহ হোয়াইক্যং নয়াপাড়ার আবুল কালামের পুত্র মোজাম্মেল হককে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।