টেকনাফ স্থল বন্দরে এপ্রিল মাসে ৮ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা রাজস্ব আয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
টেকনাফ স্থল বন্দর শুল্ক বিভাগ সীমান্ত বানিজ্যের আওতায় ২০১৭ সালের এপ্রিল মাসে ৮ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ১৩৬ টাকা রাজস্ব আয় করেছে। যা মাসিক লক্ষমাত্রার চেয়ে ৪ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ১৩৬ টাকা বেশী আয় করেছে। এপ্রিল মাসে মাসিক লক্ষমাত্রা ধরা হয়েছিলো ৪ কোটি ৫৩ লাখ টাকা।
টেকনাফ স্থল বন্দর শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা এ এস এম মোশারফ হোসেন জানান, ২৫৫ টি বিল অব ইমর্পোটের মাধ্যমে আমদানিকৃত ২৯ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৯৯৭ টাকার পন্যের বিপরীতে ৮ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ১৩৬ টাকা রাজস্ব আয় হয়। অপরদিকে ২৪ টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ৮৭ লাখ ৭০ হাজার ২০৪ টাকা মূল্যমানের পণ্য রপ্তানি করে সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা। এ ছাড়া শাহপরীরদ্বীপ গবাধিপশু করিডোর খাতে ৯ হাজার ৫২১ টি গরু, এক হাজার ৬৬৯ টি মহিষ ও ৫ টি ছাগল আমদানি বাবদ রাজস্ব আয় হয় ৫৫ লাখ সাড়ে ৯৬ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।