টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলছে না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফ-সেন্টমার্টিন রুটে রবিবার থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা রয়েছে। সোমবার সকালেও এই রুটে কোন নৌযান চলাচল করেনি বলে জানালেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ। রবিবার উপজেলা পরিষদের একটি কর্মশালায় অংশগ্রহন করতে এসে তিনি নিজেও আটকা পড়েছেন বলে জানান।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি খালের নৌঘাটে সেন্টমার্টিনগামী লোকজনের ভিড় দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নিয়েছে।

সাগর উত্তাল থাকায় গত দু’দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে রুটে কোনো নৌযান চলাচল করতে পারছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান জানান, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

কায়ুকখালী ঘাট এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘবছর ধরে দেখে আসছি বর্ষাকালে ও সাগরে সতর্কতা সংকেত জারী হলে সেন্টমার্টিনগামী ট্রলার চলাচল স্বাভাবিকভাবে বন্ধ থাকে।

প্রসঙ্গত এপ্রিল মাস থেকে পর্যটক জাহাজের চলাচল বন্ধ হয়ে গেলে এসময়টা ট্রলারেই যাতায়াত করে থাকে দ্বীপের বাসিন্দারা।