জসিম উদ্দিন টিপু : টেকনাফ সেন্টমার্টিন পর্যটন রুটে অতিরিক্ত যাত্রী পরিবহনকালে ৮টি জাহাজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
২৩ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টায় উপজেলার দমদমিয়া পর্যটন জেটিঘাটে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত পর্যটক বহনের দায়ে কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুস, গ্রীণ লাইন, বে-ক্রুজ, আটলান্টিক, এমভি ফারহান, পারিজাত, দোয়েল পাখিকে ২লাখ ১হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পর্যটকদের সুবিধার্থে সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজকে নজরদারীতে রাখা হয়েছে। যাতে তারা অতিরিক্ত যাত্রী নিতে না পারে। ##