টেকনাফ-সেন্টমার্টিন্সে পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ও দুই কেজি আইস উদ্ধার : মিয়ানমার নাগরিক সহ আাটক-৬

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি :
কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপের ছেরাদ্বীপে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা সহ পাচ মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্ট গার্ডের একটি টিম। অপর দিকে টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক দুই কেজি আইস বা ক্রিস্টাল মেথ সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে: সালেহ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গতকাল রাতে সেন্টমার্টিন্স দ্বীপের দক্ষিণে ছেরাদ্বীপের কাছে ইয়াবার একটা চালান আসছে এমন একটি তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন্স কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাদ মোহাম্মদ তাইমের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালাতে চেষ্টা করলে কোস্ট গার্ড টহল টিম তাদের ধাওয়া করে পাঁচ মিয়ানমারের নাগরিককে ইয়াবার বস্তা সহ আটক করে। পরে ইয়াবা গননা করে সেখানে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আজ দুপুরে আটক মিয়ানমারের ৫ নাগরিক ও ইয়াবা টেকনাফ থানায় সোপর্দ করে কোস্ট গার্ড।
Teknaf pic ice 26 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

Teknaf pic ice2 26 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবরTeknaf pic ice 26 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে র্যাব ১৫ এর একটি টহল টিম গতকাল বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ উপজেলার উত্তর বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি আইস সহ মো হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে। ধৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী আজ দুপুরে এই তথ্য জানান। বাংলাদেশে আসা নতুন ধরনের মাদক আইস ইয়াবার চেয়ে আরো দশগুণ ক্ষতিকারক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে গত ৪ মার্চ টেকনাফের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি আইস সহ এক মাদক কারবারীকে আট্ক করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা।