টেকনাফ সীবীচ রোডে সরকারী খাস জমি উদ্ধার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মো. আশেক উল্লাহ ফারুকী :
টেকনাফে এইবার সীবীচ এলাকায় অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করেছে ভুমি প্রশাসন। সোমবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি)প্রনয় চাকমার নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া সীবীচ এলাকায় ৩৩ শতক সরকারী খাস জমি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল করিমসহ ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে অংশগ্রহন করেন। এসময় খাস জমিতে নির্মাণ করা পাকা দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার(ভুমি)প্রনয় চাকমা জানান, টেকনাফ মৌজার ১নং খাস খতিয়ানের ৩৩ শতক জমি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। অভিযানে পাকা দেওয়াল ভেঙ্গে জমি দখলমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত এর আগে ভুমি প্রশাসন অভিযান চালিয়ে টেকনাফের প্রধান বানিজ্যিক খাল কায়ুকখালী খালের উপর মাটি ভরাট ও লেঙ্গুরবিল এলাকায় সরকারী জমি দখল মুক্ত করেছেন।