টেকনাফ প্রতিনিধি :
৪র্থ মেয়াদে টেকনাফ সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটি ও সহ- ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কার্যকরী কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টেকনাফ সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির উপদেষ্টা নুরুল আলম, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের পরিচালক শীতল কুমার নাথ, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাস।
স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা ও সদস্য সচিব ছৈয়দ আশিক আহমেদ।

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান এর সার্বিক তত্বাবধানে এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শীলখালী সহ-ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ সাইফুল্লা কোম্পানি, হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি আলমগীর চৌধুরী।

সভায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪র্থ মেয়াদে জন্য টেকনাফ সহ-ব্যবস্থাপনা নিবার্হী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, নুরুল বশর, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নুরুল করিম রাসেল, সহ-সভাপতি মহিলা মর্জিনা আক্তার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হোসাইন আহমদ মেম্বার। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২৩ সদস্য নিয়ে টেকনাফ সহ-ব্যবস্থাপনা নিবার্হী কমিটি গঠিত-হয়েছে।
এদিকে, ৩৬ সদস্য বিশিষ্ট টেকনাফ সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটি গঠিত-হয়েছে।
