আজিজ উল্লাহ,বাহারছড়া।
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের এস আই মো, হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৪ জন নামীয় ও ১৪-১৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ৬ জনকে গতকাল নৌকাডুবির পর উদ্ধার করেছিল পুলিশ ও কোস্টগার্ড। মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
এছাড়া নৌকাডুবির ঘটনায় উদ্ধার রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হবে জানিয়েছেন বাহারছাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ।
ধৃত আসামীরা হচ্ছে টেকনাফের শহিদুল্লাহ (৩০), মহেষখালীর কোরবান আলী (৩২) ও মোঃ সেলিম (৩২) কক্সবাজার ইদগাঁও এর মোহাম্মদ আদুল্লাহ এবং রোহিঙ্গা আব্দুর রশিদ (৪০),মোঃ শরীফ (৪০)।
এদিকে গতকাল রাতে উখিয়ার মনখালী খাল এলাকা হতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির ঘটনায় গতকাল নারীসহ ৪৫ জনকে জীবিত ও তিন নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ ও কোস্টগার্ড।
উদ্ধার রোহিঙ্গারা উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। দালাল চক্রের খপ্পরে পড়ে তারা উন্নত জীবনের আশায় নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল।
উল্লেখ্য গতকাল সকালে বাহারছরা ইউনিয়নের হলবনিয়া সমুদ্র সৈকতের কাছে সাগর উপকূলে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।