টেকনাফ সদর হাসপাতালে ২দিন পর পানি সরবরাহ চালু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :

টেকনাফ সদর হাসপাতালে ২দিন পর পানি সরবরাহ চালু হয়েছে। যার ফলে স্বস্তি ফিরে এসেছে রোগীদের মধ্যে। সেবা নিতে আসা রোগীরা বলেন, রোগী নিয়ে ২দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি, কিন্তু কলে পানি নেই। তাই হাতমুখ ধোয়া থেকে পায়খানা পেশাবও বন্ধ রয়েছে সবার। পানি সরবরাহ বন্ধ থাকায় অপরিস্কারের ফলে অসুস্থ হতে শুরু করেছে রোগীর সেবা দিতে আসা সুস্থ্য ব্যক্তিরা। তারা আরও। বলেন, জরুরী বিভাগে দায়িত্বরত কোন চিকিৎসক থাকেনা। কারণ জরুরী বিভাগের ডাক্তার থাকে চেম্বারে, সেখানে গেলেও টাকা দিয়ে চিকিৎসা নিতে হয় বলে তারা জানায়। এভাবেই চলছে সদর হাসপাতালের কার্যক্রম। এ ব্যাপারে টেকনাফ সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বডুয়ার সাথে ২০ ফেব্রুয়ারী যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ২ দিন যাবৎ পানি তোলার মটরের সমস্যা হলেও তা গতরাতে ঠিক করা হয়েছে। তাই আগের মতই পানি সরবরাহের কাজ চলছে।