মোঃ শহিদুল্লাহ, টেকনাফ ::
টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাফেজ মাওঃ ছৈয়দুল ইসলাম মেম্বারের প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। গত ৪ মার্চ আনুষ্ঠানিক উদ্ভোধনের পর থেকে প্রতিদিন ৩০ জন শ্রমিক সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে রাস্তা সংস্কারের মাধ্যমে মানুষের চলাচলের জন্য সহজতর করে দিচ্ছেন।
জানা যায়, ছোট হাবিব পাড়া আলী হোছাইনের দোকান হতে আবদুস শুক্কুরের দোকান পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সপ্তাহে ৫দিন করে একনাগাড়ে ৪০দিন এ প্রকল্পের কাজ চলবে বলে সুত্রে জানা গেছে। স্থানীয় মেম্বার খুবই আন্তরিকতার সাথে রাস্তা সংস্কারের কাজটি শ্রমিকদের দিয়ে করে যাচ্ছেন। এভাবে সততা-আন্তরিকতা দিয়ে কাজ করলে জনগণ কর্মসৃজন প্রকল্পের সুফল ভোগ করতে পারবে বলে স্থানীয় অনেকে মত প্রকাশ করেন। পরিদর্শনে দেখা যায় শ্রমিকরা কাজ করছেন এবং নিয়মানুযায়ী প্রকল্পটির সাইন বোর্ড রয়েছে।
স্থানীয় গুরা মিয়া জানায়, হাফেজ ছৈয়দুল ইসলামের মেম্বারের কর্মসৃজন প্রকল্প শতাভাগ বাস্তবমুখী প্রকল্প। এ প্রকল্পে কোন ধরণের অনিয়ম বা ছলছাতুরি করছেনা। যথাযথ নিয়মনীতি অনুসরণ করেই হতদরিদ্র এবং তালিকাভূক্ত কার্ড প্রাপ্ত শ্রমিকদের দিয়েই কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সমাজকর্মী গুরা মিয়া আরো জানান, কর্মসৃজন প্রকল্প গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে। ৭ নং ওয়ার্ডে প্রতি বছরের মতই এবছরও ছোট হাবিব পাড়া আলী হোছাইনের দোকান হতে আবদুস শুক্কুরের দোকান পর্যন্ত ১টি রাস্তা সংস্কারের কাজ সুন্দর ভাবে এগিয়ে চলছে। মেম্বার হাফেজ ছৈয়দুল ইসলাম জানান, আমি জনগণের খেদমত করতে জনগণের ভোট নামক পবিত্র আমানত নিয়ে মেম্বার নির্বাচিত হয়েছি। জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বদা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে এ প্রকল্পকে কাজে লাগাতে চাই। কর্মসৃজনসহ সব প্রকল্প বাস্তবায়নে আমি সদা তৎপর থাকি। টেকনাফ সদরের ৭ নং ওয়ার্ডের উন্নয়নের তিনি স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
