টেকনাফ র‌্যাবের হাতে বার্মিজ সিগারেট ও পাতার বিড়িসহ আটক-২

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ র‌্যাব সদস্যরা বালুখালী পান বাজারে অভিযান চালিয়ে বার্মিজ সিগারেট ও পাতার বিড়িসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
জানা যায়, ২১মার্চ দুপুর পৌনে ১টারদিকে র‌্যাব-১৫,টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল উখিয়া বালুখালী পান বাজারে জনৈক ফয়সালের মুদি দোকানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ বিদেশী মার্বেল, ফিল্টার ডিলাক্সসহ বিভিন্ন জাতের ৩ বস্তা সিগারেট ও ১ বস্তা পাতার বিড়িসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ বøকের সিরাজুল ইসলামের পুত্র মোঃ ফয়সাল (৩৩) এবং সি-৫ বøকের আব্দুস শুক্কুরের পুত্র মোঃ এহসান (২৮) কে আটক করে। উক্ত বস্তা গণনা করে ১৮৪০ প্যাকেট সিগারেট ও ১১৭ বান্ডেল পাতার বিড়ি পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত তামাক পণ্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।