হুমায়ুন রশিদ : টেকনাফে র্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা কেনার পাতানো জালে ইয়াবাসহ আটকা পড়েছে দুই রোহিঙ্গা মাদক কারবারী।
র্যাব সুত্র জানায়, ২৯ সেপ্টেম্বর দুপুরে র্যা-১৫ (সিপিসি-১) ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ক্রেতা সেজে কৌশলে অভিযান চালিয়ে হ্নীলা জাদিমোরা শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদের পুত্র মোহাম্মদ শরীফ (৩৫) এবং ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের আজিজুর রহমানের পুত্র হাফেজ আহমদ (২৫) এর দেহ তল্লাশী করে ৩ হাজার ৮শ ৮০পিস ইয়াবাসহ তাদের আটক করে।
টেকনাফ র্যাব-১৫,(সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।