সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানা পুলিশ মেরিনড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল আইস মেথ ও ইয়াবা নিয়ে প্রাইভেট কারসহ এক এক পাচারকারীকে আটক করেছে।
৮মে (শনিবার) দুপুর পৌনে ১টারদিকে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান যানবাহনযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে পুলিশের বিশেষ একটি টিম নিয়ে টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরীর মেরিন ড্রাইভ রোড এলাকায় অভিযান চালিয়ে ১শ গ্রাম ক্রিস্টাল আইস মেথ, ১৪ হাজার ইয়াবা, মাদক বহনে ব্যবহৃত প্রিমিও সাদা প্রাইভেট কারসহ (চট্টমেট্টো-গ-১২-২৪১০) মধ্য গোদারবিলের মোঃ রফিকের পুত্র ওসমান গনি (২৩) কে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য ও প্রাইভেট কারসহ আটক মাদক পাচারকারীকে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###