বার্তা পরিবেশক : মানসিক রোগীদের তহবিল (মারোত) সম্পুর্ন সেচ্ছাসেবী সংঘটন, কাজ করে অসহায় ভাসমান পাগলদের নিয়ে। এই মারোত এর উদ্যোগে টেকনাফে ১৭তম মানসিক রোগী পরিবারের নিকট হস্তান্তর করেছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চৌকা গ্রামের বাসিন্দা খুশনাহার মানসিক ভারসাম্য হারিয়ে ঘর ছাড়েন প্রায় পাচ বছর আগে। ঘুরতে ঘুরতে টেকনাফে আসলে কিছুদিন আগে মারোতের উপদেষ্টা সাইফুল ইসলাম এর দৃষ্টিগোচরে আসলে কথা প্রসঙ্গে বাড়ি ময়মনসিংহ গফফারগাও বলে জানায়। এ নিয়ে ” মানসিক রোগীদের তহবিল” নামক ফেইসবুক পেইজে ছবিসহ পোস্ট দেয়া হলে পরিবারের দৃষ্টি গোচরে আসে। পরে সংগঠন এর সহসভাপতি ঝুন্টু বড়ুয়া র তত্বাবধানে পরিবারের সাথে যোগাযোগ নিশ্চিত হলে পরিবারের সদস্যরা টেকনাফ এসে মারোত এর নের্তৃবৃন্দের সাথে মারোত এর অস্তায়ী কার্যালয়ে দেখা করে পরস্পরের সাথে দেখা হলে পরিচয় নিশ্চিত হন । বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা র কার্যালয়ে এক অনারম্বর হস্তান্তর অনুষ্ঠান সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ ফেরদৌস আহমেদ জমিরি, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম, যুবলীগ নেতা নুরুল আমিন, উপজেলা পরিষদ এর বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ। এছাড়া সংগঠন এর উপদেষ্টা সাইফুল ইসলাম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সেক্রেটারি রাজু পাল, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন, আইটি সেক্রেটারি মোহাম্মদ হোসাইন, আরিফুল হক রোহান প্রমুখ। অনুষ্টান শেষে মারোতের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা র পক্ষ থেকে ভিকটিম এবং পরিবারের সদস্যদের টেকনাফ টু ঢাকা বাসের টিকেট এবং নতুন কাপড় শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়। উল্লেখ্য মানসিক রোগীদের তহবিল মারোত ইতিপূর্বে ১৬জনকে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করেছে। উপস্থিত সকলেই মারোত এর কার্যক্রম সম্পর্কে ভুয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।