মোঃ আশেক উল্লাহ ফারুকী :
টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের বিভিন্ন পয়েন্টে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় ১৫জনকে হাতে নাতে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে।
টেকনাফ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান চৌধুরী জানান, দেশব্যাপী মাদক বিরুধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় শনিবার ও রোববার এই দুই দিনে ১৫জন ইয়াবা ব্যবসায়ীকে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবি জোয়ানেরা ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তৎমধ্যে রোববার (১ জুলাই) আটক করা হয়েছে ৬জনকে।
আটককৃতরা হচ্ছেন, ফেনী ফুলগাজী এলাকার হাবিব উল্লাহর ছেলে মোঃ মিন্টু (৩৫), টেকনাফ নাইট্যং পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে মোঃ হামিদ (৩০), সাবরাং কুয়াংছড়ি পাড়ার বদিউর রহমানের ছেলে মো. আবু তাহের (৩৫), সাবরাং খুরেরমূখ এলাকার মৃত নুর আহমদের ছেলে কবির আহমদ (১৮), টেকনাফ সদর খাংকার ডেইলের মৃত আবদুর রহমানের ছেলে জিয়াফত উল্লাহ (৩২), হ্নীলা পূর্বপানখালীর মৃত মুজিবুল হকের ছেলে বাবুল (২৪)।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা রোববার সন্ধায় আটক ৬জনকে প্রত্যেককে ৭ মাস করে সাজা প্রদান করেছেন।
এর আগে শনিবার আটক ৭ মাদক ব্যবসায়ীকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে হয়েছে।
