টেকনাফ বাহারছড়া জাহাজপুরা হেফজখানা হতে এক ছাত্র ১১দিন ধরে নিখোঁজ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : টেকনাফে বাড়ি হতে এক হেফজখানায় পড়াশুনা করতে গিয়েই এক ছাত্র ১১দিন ধরে নিখোঁজ রয়েছে। কোন সুহৃদবান ব্যক্তি এই ছাত্রের সন্ধান পেলে নিম্মঠিকানায় যোগাযোগের জন্য উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি সবিনয় আহবান জানানো হয়েছে।

জানা যায়,গত ১০অক্টোবর দুপুরের দিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইবতেদায়ী নুরানী ক্যাডেট মাদ্রাসা হেফজখানা ও এতিম খানার হেফজ বিভাগের ছাত্র এবং হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালাম প্রকাশ কালা বাঁশির ২য়পুত্র আব্দুর রহিম (১৩) বাজার করার অজুহাতে মাদ্রাসা হতে বের হয়ে এখনো ফিরে আসেনি। সে মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বøু রংয়ের প্যান্ট ও সাদা গেঞ্জি। সে পরিবারের ২ভাই ও ১ বোনের মধ্যে ২য়। তাকে সম্ভাব্য স্থানে খোঁজার পর না পেয়ে পরিবারের লোকজন চরম হতাশ হয়ে পড়েছে।

কোন সুহৃদবান ব্যক্তি এই হাফেজ ছাত্রের সন্ধান পেলে নিম্মোক্ত মুঠোফোন মাদ্রাসার শিক্ষক-০১৮৫৯-৩৯৫৭৯০, বড় ভাই-০১৭৫৯-৫২৪১২১, ০১৮৯৪-০৯৫৮৭৬ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। ###