টেকনাফ বাহারছড়ায় ইয়াবা ইলিয়াছ হেলালীর তান্ডব॥ অসহায় মহিলার বাড়ি-ভিটা ভাংচুর ও গাছপালা কেটে সাবাড়

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক॥
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে রুফিদা বেগম নামক এক অসহায় এতিম মহিলাকে মারধর সহ বাড়ি-ভিটা ভাংচুর ও গাছপালা কেটে সাবাড় করে ফেলেছে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ইলিয়াছ হেলালীর সন্ত্রাসী সিন্ডিকেট। গত ৩ মে দিবাগত রাত আনুমানিক ১ঘটিকার সময় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদ ঘটনাস্থল তদন্ত পূর্বক ঘটনার সত্যতা যাঁচাই করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বাহারছড়া ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম এবং স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের সহ গণমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌঃ রফিক উদ্দিনকে অবহিত করলে তিনিও ঘটনা যাঁচাই করেন। রুফিদা বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে উল্লেখিত ইলিয়াছ হেলালী জবর দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। স্বামী না থাকার সুযোগে ইলিয়াছ এ কর্মযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন রুফিদা। রুফিদা বেগমের বসত বাড়ি ভাংচুর, বাড়ির ঘেরা-বেড়া উপড়িয়ে ফেলা ও ভিটার ফলজ গাছপালা নিধন করে ফেলায় রুফিদা এখন যাযাবরের ন্যায় খোলা আকাশের নিচে বসবাস করতেছে। রুফিদা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবী করেন।