টেকনাফ ফারিয়া নবনির্বাচিত নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ ফারিয়ার নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান এর নের্তৃত্বে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করা হয়। এ উপলক্ষে এক উদ্ভোধনী সভা হাসপাতাল কম্পাউন্ডে সেক্রেটারি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সহ অর্থ সম্পাদক নুরুল কবির। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আয়াছ উদ্দিন আবীর, আবদুল খালেক, রেজা জামান,মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইউছুপ, মিনার হোসেন মীম, মিরাজ উদ্দিন, আজিম উদ্দিন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জুবায়ের, নুপুর পাল, সোহেল রানা প্রমুখ। সভাশেষে উপস্থিত ফারিয়া প্রতিনিধি দল টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত UH&FPO ডাঃ এনামুল হক, ডিটি সোশ্যাল ফোরাম চেয়ারম্যান ও টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীল,
20191223 233646 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র,
20191223 232234 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মেডিকেল অফিসার উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি বাবু জয় শংকর নাথ, পৌর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতা পল্লী চিকিৎসক শুভংকর দেবনাথ বাবু, উপজেলা কেমিস্ট & ড্রাগিষ্ট সমিতি সেক্রেটারি বাবু রতন দত্ত ও ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার এসোসিয়েশন নের্তৃবৃন্দ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও মিষ্টিমুখ করা হয়।
20191223 232925 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় সকলেই ফারিয়া কার্যকরী পরিষদ ২০২০ এর সফলতা কামনা ও শুভেচ্ছা বিনিময় করেন।
20191223 232628 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর