টেকনাফ ফারিয়ার বার্ষিক বনভোজন ২০১৯ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ ইউনিট এর বার্ষিক বনভোজন-২০১৯ টেকনাফ সাবরাং টুরিজম পার্কের মিঠাপানির ছড়া সী-বিচ, টেকনাফ, কক্সবাজার, পর্যটন স্পটে টেকনাফ ফারিয়া সভাপতি রাশেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সহ অর্থসম্পাদক নুরুল কবির, টেকনাফ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক গ্রাঃ ডাঃ মোহাম্মদ হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার কার্যনির্বাহী সদস্য জামাল হোসাইন, সাবেক সভাপতি আবদুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন সংঘটন এর সেক্রেটারি মোহাম্মদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক নাচির উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিক, আবু বক্কর,অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মিরাস, আজিম উদ্দিন, রাশেল হোসাইন দিপু, রফিকুল ইসলাম, খালেক সর্দার, মোহাম্মদ সোহেল,সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, প্রমুখ। বনভোজনের অনুষ্টান সুচীর মধ্যে ছেলেদের ক্রিকেট, ফুটবল,বীচবল, মেয়েদের বালিশ বলখেলা, শিশুদের আবৃতি প্রতিযোগিতা অন্যতম। বিকেল বেলা আলোচনা সভা,গান পরিবেশনা, কৌতুক অভিনয় বিশেষ মনোমুগ্ধকর সময় অতিবাহিত করেন উপস্থিত সকলেই। সন্ধ্যা বেলায় পুরস্কার বিতরনের মাধ্যমে মনোমুগ্ধকর টেকনাফ ফারিয়ার বার্ষিক বনভোজন ২০১৯ এর সমাপ্ত ঘোষণা করে স্ব স্ব যানে টেকনাফের উদ্দ্যেশ্যে রওনা দেন।