প্রেস বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ উপজেলা শাখার বার্ষিক নির্বাচন স্থানীয় হাকিম আলি মার্কেটে সংগঠন এর সভাপতি রাশেদ উল হক এর সভাপতিত্বে আরম্ভ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সহ অর্থ সম্পাদক নুরুল কবির, চট্টগ্রাম বিভাগের কার্যকরী সদস্য জামাল হোসাইন, কক্সবাজার জেলা ফারিয়া সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব এর সঞ্চালনায়, সাংগঠনিক সম্পাদক নাচির উল্লার তত্বাবধানে অনুষ্ঠিত সন্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খালেক সর্দার, মোহাম্মদ আলমগীর প্রমুখ। সভার প্রথম পর্বে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হয় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। নবায়নসহ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি র আহবান জানিয়ে ১ম পর্ব সমাপ্তি হয়। এর পর উপদেষ্টা পরিষদ এর তত্বাবধানে ২য় পর্ব নির্বাচন সম্পন্ন হয়েছে, এতে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিএমএ চেয়ারম্যান শাহ আলম, পর্যবেক্ষক টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিএমএ সভাপতি দিদারুল আলম, পিএমএ সেক্রেটারি আবুল ইসলাম।
উৎসব মুখর পরিবেশে ৮০ জন প্রতিনিধির প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে আবদুর রহমান সভাপতি, রফিকুল ইসলাম সেক্রেটারি ও মোহাম্মদ আয়াছ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত নের্তৃবৃন্দদের বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। পরে নবনির্বাচিত নের্তৃবৃন্দ বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সভাপতি আবু সুফিয়ান, সহ অর্থ সম্পাদক নুরুল কবির, বিভাগের কার্যকরী সদস্য জামাল হোসাইন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।