সংবাদ বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ এর বার্ষিক বনভোজন’১৭ সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ শুক্রবার টেকনাফের দমদমিয়াস্থ ন্যাচার পার্ক এ নানা আয়োজনে এ পিকনিক সম্পন্ন হয়েছে।
পিকনিক কমিঠি প্রধান নিত্যলাল দে, সমন্বয়কারী রাহিদ আলম ও দিদার হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্টিত পিকনিক এ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, টেকনাফ উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, মোচনী বিট কর্মকর্তা মহসিন উল হক, ফারিয়া নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় ফারিয়া সহসভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি নুরুল কবির, কক্সবাজার জেলা ফারিয়া নেতা আনোয়ার হোসেন, কক্সবাজার সদর এর আবদুল মাজেদ, হ্নীলা ফারিয়া সেক্রেটারি আজিজুল মুস্তফা, অর্থ সম্পাদক মোহাম্মদ সরোয়ার। পিকনিক এ নবনির্বাচিত সভাপতি জামাল হোসেন, সেক্রেটারি সরোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ওমর সালেহীন কে সংবর্ধনা প্রদান করেন সাবেক সভাপতি রাহিদ আলম ও সাবেক সেক্রেটারি দিদার হোসেন। দিনব্যাপি অনুষ্টানমালার মধ্যে ছেলেদের ক্রিকেট, ফুটবল, মোড়গ লড়াই, বেলুন ফুটানো মেয়েদের বালিশ খেলা, চেয়ার দখল, বাচ্চাদের আলু কুড়ানো অন্যতম। সাংস্কৃতিক অনুষ্টানে মিসেস পাপ্পুর মনমাতানো গান সকলকে উদ্ভুদ্ধ করে। শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে ফারিয়া সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বাৎসরিক বনভোজন এর সমাপ্তি ঘোষনা করেন।

