টেকনাফ পৌর শ্রমিক লীগ কমিটি বিলুপ্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago
কমিটি বিলুপ্ত

জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার জরুরী বর্ধিত সভায়
সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার জরুরী বর্ধিত সভা ৩১ শে জানুয়ারি বুধবার বিকাল ৩ টায় দলের অস্থায়ী কার্যালয়ে সভাপতি শাহাজান মিয়া চেয়ারম্যান এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্যে সভাপতি শাহাজান চেয়ারম্যান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের শতভাগ বিজয় নিশ্চিত করতে জাতীয় শ্রমিক লীগ এর সকল নেতৃবৃন্দদেরকে তৃণমূল পর্যায়ে অগ্রণী ভুমিকা পালন করতে হবে পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরো সচল, গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ টেকনাফ পৌর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হল।

এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল হক, সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক মীর মোহাম্মদ সরোয়ার, হোয়াইক্যং ইউনিয়নের আহ্বায়ক আব্দুল খলিল চৌধূরী, হ্নীলা ইউনিয়নের আহ্বায়ক দিল মোহাম্মদ সিকদার, বাহারছড়া ইউনিয়নের আহ্বায়ক আমিনুল হক, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও সাবরাং ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন সহ শ্রমিক লীগ নেতৃবৃন্দ।