বিশেষ প্রতিবেদক : টেকনাফে পৃথকভাবে চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারীদের আস্তানা এবং বাড়িতে যৌথ টাস্কফোর্স মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ টি কিরিচ জব্দ করেছে। এসময় সন্দেহভাজন ৪জনকে আটক করা হয়।
জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকাল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর গোয়েন্দা) একেএম শওকত ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের সহকারী পরিচালক মোশারফ হোসেন চৌধুরীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের পৃথক দল উপজেলার সাবরাং, টেকনাফ পৌর এলাকা, সদর হ্নীলা ইউনিয়নের চিহ্নিত মাদক চোরাকারবারী দক্ষিণ জালিয়া পাড়ার মোহাম্মদ হোছন প্রকাশ মাছনের পুত্র, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোহাম্মদ মোজাম্মেল, মোঃ রফিক পুতিন্নার পুত্র মোহাম্মদ আলম, ওসমানের পুত্র জোবায়ের, নাজির পাড়ার মৃত মোজাহার মিয়ার পুত্র এনাম মেম্বারের বাড়ি, সাবরাং নয়াপাড়ার জব্বার, শামসুল আলম মার্কিন, গফুর, কুলাল পাড়ার এখলাসের স্ত্রী কালা বুড়ি, লেদার নুরুল হুদা মেম্বার, আলীখালীর নুরুল কবির, রঙ্গিখালীর জামাল মেম্বার ও ফুলের ডেইল শামসুল আলম বাবুল মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক চোরাকারবারীদের তৈরী রাজ-প্রাসাদে লোকজন ছিলনা। তবে সন্দেহভাজন ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এসময় কুলাল পাড়ার মাদকের ভেন্ডার কালা বুড়ির বাড়ি হতে ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।