টেকনাফ পৌর এলাকার মাছ সবজি বাজার নতুন বাস টার্মিনালে স্থানান্তর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফ পৌর শহরকে যানজটমুক্ত করে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পর্যটক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় মাছ ও সবজি বাজার নতুন বাস টার্মিনাল এলাকায় স্থানান্তর করা হয়েছে।
২৩ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে উপজেলা প্রশাসনের বাজার ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ সভা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর, পৌর সচিব ফয়েজ উদ্দিন, পুলিশ পরিদর্শক জামসেদ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় টেকনাফ পৌর শহরকে যানজটমুক্ত করে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পর্যটক সেবা নিশ্চিত করতে পৌর এলাকার বাজার ব্যবস্থাপনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন বাস টার্মিনাল এলাকায় ২একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে টেকনাফ পৌর শহরের মাছ ও সবজি বাজার স্থানান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল।
এই মাছ ও সবজি বাজার স্থানান্তরের ফলে পৌর এলাকা যানজটমুক্ত হওয়ার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সেবার মান বাড়বে আর আগত পর্যটকেরা স্বাভাবিক সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছেন পৌর এলাকার কয়েকজন নাগরিক। ###