টেকনাফ পৌরসভার ২৯কোটি ৩২লক্ষ টাকার বাজেট ঘোষনা

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

গিয়াস উদ্দিন ভুলু : টেকনাফ পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বিশাল এক বাজেট ঘোষণা করা হয়েছে। ১৬ জুলাই সকাল ১১টায় টেকনাফ পৌরসভা হলরুমে আগত অতিথি ও স্থানীয় সংবাদ কর্মিদের উপস্থিতিতে বাজেট অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। উক্ত বাজেট অনুষ্টানে ২০১৯-২০২০ অর্থবছরের ২৯ কোটি, ৩১ লক্ষ,৫৫ হাজার,০৩৮ টাকার বিশাল আকারের এই বাজেটটি ঘোষণা করলেন মেয়র হাজী মোঃ ইসলাম।
তথ্য সুত্রে দেখা যায়,প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি,১৬ লক্ষ,৫ হাজার ০,৩৮ টাকা। উন্নয়ন খাতে ২৫ কোটি, ১৫ লক্ষ,৫০ হাজার টাকা সর্বমোট ২৯ কোটি ৩১ লক্ষ ৫৫ হাজার ০.৩৮ টাকা।
এই বাজেটে সার্বিক উদ্ধৃত্ত ধরা হয়েছে ১ কোটি, ২১লক্ষ, ১৩ হাজার, ৪৩৩.৯৫ টাকা।
১৬ জুলাই মঙ্গলবার পৌরসভার হলরুমে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের সংশোধিত বিশাল আকারের এই বাজেটটি ঘোষণা করা হয়েছে।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র(২) আব্দুল্লাহ মনির,২নং ওয়ার্ড কাউন্সিলার আবু হারেছ ৩নং ওয়ার্ড কাউন্সিলার বাহাদুর, ৪নং ওয়ার্ড কাউন্সিলার হোসন আহাম্মদ,১,২,৩ মহিলা কাউন্সিলার কহিনুর আক্তার, ৪,৫,৬ মহিলা কাউন্সিলার দিলরুবা বেগম,৭,৮,৯’র কাউন্সিলার নাজমা আলম। বাজেট অনুষ্টানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন,টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,মেয়র ইসলামের রাজনৈতিক উপদেষ্টা মোঃ আলম বাহাদুর। তিনি পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে গঠনমুলক বক্তব্য রাখেন। আগামীতে পৌরসভার উন্নয়ন গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রকার মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিক হাফেজ মোঃ কাসেম ও গিয়াস উদ্দিন ভুলু,
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইসলাম বলেন,আমি মেয়র নই,আমি আপনাদের সেবক। অত্র পৌরসভার উন্নয়নমুখি কাজ গুলো সঠিক ভাবে পরিচালনা করার জন্য আমি সর্বস্তরের জনগনের সহযোগীতা চাই। সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগীতা করার জন্য এগিয়ে আসলে এই পৌরসভাকে ‘এ’ গ্রেডে উন্নীত করতে বেশী দিন সময় লাগবেনা।
কারন স্থানীয় জনগনের সহযোগিতা ছাড়া পৌরসভার কোন উন্নয়ন আশা করা যায় না। তিনি পৌরবাসীকে সব সময় পাশে থাকার আহবান জানান।
এদিকে বাজেট ঘোষণার আগে সকল কাউন্সিলারদের নিয়ে এক সাধারন সভায় প্রস্তাবিত ও সংশোধিত বাজেট পাস করা হয়। এই বাজেট অনুষ্টান পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন,পৌরসভার সচিব মুহিউদ্দিন ফয়েজী,সহকারী প্রকৌশলী জহির উদ্দিন আহাম্মদ,প্রধান সহকারী মোর্শেদুল ইসলাম,হিসাব রক্ষক,সৈয়দ হোসেন সেলিম ও অফিস সহকারী ওসমানুল কবির।বাজেট অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।####