হুমায়ূন রশিদ : সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের অন্যতম হোতা এবং ১০জন কৃষক অপহরণকারী চক্রের নেতা দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আশ্রয়দাতাদের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই ডাকাত।
সুত্র জানায়,২৫এপ্রিল ভোর ভোররাত সোয়া ৩টারদিকে টেকনাফ বাহারছড়ার তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শীলখালী পাহাড়ী এলাকার মোরার বাসায় অভিযান চালিয়ে ১০জন কৃষক অপহরণ করে মুক্তিপণ আদায় মামলা নং-৫৬,তারিখ-২৮/৩/২৪ ইং এর অন্যতম মূল হোতা এবং ৪টি মামলার পলাতক আসামী শীলখালীর মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাত (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত ডাকাত দেলু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন পাহাড়ি এলাকায় অপহরণ এবং মুক্তিপণ আদায়ে জড়িত থেকে লোমহর্ষক বিভিন্ন অপহরণের ঘটনার বর্ণনাসহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এছাড়া এই অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অন্যান্যা আসামীদের তথ্যসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, ধৃত আসামীর বিরুদ্ধে পূবের্র আরো ডাকাতি, অপহরণসহ ৪টি মামলা রয়েছে। ধৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের কার্য্যক্রম চলমান। ###