টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ২৫-২৬নভেম্বর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ সপ্তাহ আগে

হুমায়ূন রশিদ : জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বাণী ও রাসুল (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে টেকনাফে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে ইসলামী এই মহাসম্মেলনকে সফল করার জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়া দেওয়া হচ্ছে।

২৫নভেম্বর ১মদিন বাদে আছর হতে পাইলট হাইস্কুল মাঠে আল ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেকনাফ আল ইত্তেফাক ইসলামী ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহী ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৌদিয়া রাবেয়াতুল আলমিয়াহ আল-ইসলামিয়ার আর্ন্তজাতিক শিক্ষা প্রতিযোগিতায় ২য় পুরস্কার প্রাপ্ত আলেমেদ্বীন, কক্সবাজার ইসলামী রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও টেকনাফ আল জামিয়ার শায়খুল হাদিস ও মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ শফিক দাঃ বাঃ। বিশেষ অতিথি সাবরাং বড় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ দাঃ বাঃ, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ওসমান গণি (বাঁশখালী), সাবরাং বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও টেকনাফ অলিয়াবাদ র্মাকাজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুনুর রশিদ দাঃবাঃ, বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন টেকনাফ জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি সাঈদ আলী, সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা রফিক দাঃবাঃ, সেন্টমার্টিন বড় মাদ্রাসা ইসলামিয়া রহমানিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা ইমরান দাঃবাঃ,পূর্ব গোদারবিল মাদ্রাসা আনাছ বিন মালেক মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আরিফ বিন আমিন (রামু) বয়ান করবেন।

২৬নভেম্বর বাদের আছর হতে শুরু হওয়া ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া আল জামিয়া আল ইসলামিয়ার মুহতামিম পীরে কামেল আল্লামা আবু তাহের নদভী কাসেমী দাঃবাঃ, আল্লামা জুনাইদ আল হাবিব (ঢাকা)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামিয়াতুন নুর আল আলমিয়্যাহ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা দাঃবাঃ, চট্টগ্রাম হাটহাজারীর আল জামিয়াতুল কুরআনিয়া দারুচ্ছুফফাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সিরাজ উল্লাহ আল মাদানী, মাওলানা মুফতি সাইদুল ইসলাম (ঢাকা),কিশোরগঞ্জ বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ভৈরবী।

এছাড়া এই ইসলামী মহাসম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করবেন টেকনাফ ইসলামী নাফনদী শিল্পী গোষ্ঠী এবং শিল্পাঙ্গন সাংস্কুতিক পরিষদ। উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনাদের প্রতি সাদর দ্বীনি দাওয়াত রইল। আপনারা দলে দলে যোগদান করে এই ইসলামী মহাসম্মেলনকে স্বার্থক করে তুলুন। ###