টেকনাফ কোস্টগার্ডের অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬শ ৫০ গ্রাম স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। জানা যায়,গত ২০ জুন বিকাল সাড়ে ৫টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি ষ্টেশনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৬শ ৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ কায়কুখালীর পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৮) কে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।