টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ৭২হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা রাতে নাফনদীতে অভিযান চালিয়ে ৭২হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।

সুত্র জানায়, ২২নভেম্বর রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিজিবি ষ্টেশন ও শাহপরীর দ্বীপ আউট পোস্টের জওয়ানেরা মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া সংলগ্ন নাফনদীতে অভিযানে যায়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকা আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তখন পেছন থেকে ধাওয়া করলে নৌকাটি ধরার উপক্রম হলে একটি বস্তা পানিতে ফেলে দেয় এবং নৌকা হতে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। তখন কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর কাঠের নৌকা ও বস্তাটি আয়ত্তে নিয়ে গণনা করে ৭২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

জব্দকৃত কাঠের নৌকা ও ইয়াবা পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি নিশ্চিত করেন। ###