বিশেষ প্রতিবেদক : টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির দূরপাল্লার মিনি কারের ধাক্কায় স্থানীয় এক ব্যক্তির দুইটি গৃহ পালিত গরুর মৃত্যু ঘটেছে। এই ঘটনার পর গরুর মালিক মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
ক্ষতিগ্রস্থ গরুর মালিক জানান, ১১নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের শীলখালীর বাসিন্দা ছৈয়দ করিমের পুত্র রশিদ আহমদের মালিকানাধীন মাঠে চরন্ত কয়েকটি গরু নিয়ে বাড়ি ফেরার পথে উত্তর শীলখালী এলাকায় পৌঁছলে টেকনাফ থেকে কক্সবাজারগামী মিনিকার সার্ভিসের (চট্টমেট্রো-১১-১৪১৬) দ্রুতগামী গাড়িটি গরুর পালের উপর তুলে দিলে ঘটনাস্থলে ২টি গরু মারা যায়। এসময় গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্থ হলেও প্রাণের ভয়ে চালক পালিয়ে যায়। পরে বাহারছড়া পুলিশের তথ্যের ভিত্তিতে হিমছড়ি পুলিশ ফাঁড়ি এই ঘাতক গাড়িটি জব্দ করে চালককে আটক করে। উক্ত ফাঁড়ির দায়িত্বরত এসআই ফয়সাল গাড়িটি আটকের সত্যতা নিশ্চিত করেন।
গত সপ্তাহে আরো একটি মিনি কার চাপা দিয়ে স্থানীয় হারুন অর রশিদের একটি গরু মেরে ফেলে বলে স্থানীয়রা জানায়।
এই সড়কের দক্ষ ও ড্রাইভিং লাইসেন্স সম্পন্ন চালক দিয়ে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালানোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মৃত দুই গবাদি পশুর ক্ষতি-পূরণ দাবীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ##
