হুমায়ূন রশিদ : টেকনাফে ও নাইক্ষ্যংছড়িতে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গতকাল ৩ জুলাই সকাল সোয়া ১১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানকি দল টেকনাফ সদর ইউপির ৮নং ওয়ার্ডে বড় হাবিবপাড়ায় মাদকদ্রব্য বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে জনৈক জহির এর বসত ঘরের সামনে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ১টি পলিব্যাগসহ মোঃ নুর আহমদের পুত্র জহির আহমদ (৪৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা পলিব্যাগ তল্লাশী করে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও গতকাল বিকাল পৌনে ৪টারদিকে র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টিম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের ঈদগাঁও বাদিতলার মোহাম্মদ শুক্কুরের পুত্র মোঃ ইব্রাহীম (২০) এবং নাইক্ষ্যংছড়ি আশারতলির মনির আহমদের পুত্র মিজানুর রহমান (২৩) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ৬হাজার ১শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###