সাইফুল ইসলাম ও মো: ইসলাম,টেকনাফ ::
টেকনাফ উলুবনিয়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ানের অতিরিক্ত-পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, শনিবার গভীর রাতে হোয়াইক্যং বিওপি’ র সুবেদার মো: ইব্রাহিম হোসনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদে টেকনাফ উলুবনিয়া পাকা রাস্তার উপর
অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ন বাগান দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হবে এবং যা পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।