Monday, January 17, 2022
Homeটপ নিউজটেকনাফ উপজেলা সিটিসির সদস্যদের নিয়ে মানবপাচার বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষণ সম্পন্ন

টেকনাফ উপজেলা সিটিসির সদস্যদের নিয়ে মানবপাচার বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষণ সম্পন্ন

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি-০১৪ |
টেকনাফ উপজেলা সিটিসির সদস্যদের নিয়ে মানবপাচার বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউএসএইড উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা(বামাবাস) এর সহযোগীতায় কর্মশালাটি উপজেলা মিলনায়তনে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ২টায় সম্পন্ন হয়।এতে মানবাধিকার, মানবপাচার প্রতিরোধে ন্যায্যতা,চোরাচালান,অভিবাসন, উপজেলা সিটিসির দায়দায়িত্ব কর্তব্য, ভুমিকা ও শান্তি শিশু সুরক্ষা বিষয়কসহ আরও বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হাতে-কলমে দেখিয়ে দেখিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতির দায়িত্বে ও প্রশিক্ষক হিসেবে ছিলেন, বামাবাসের প্রকল্প সমন্বয়কারী সুদীপ মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপুর্ণ চাকমা, উপজেলা আওয়ামীলিগ সহ-সভাপতি জহির হোসেন এমএ, কমিউনিটি রেডিও নাফ একলাব ৯৯.২ এফএম’র স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন, বামাবাসার প্রোগ্রাম অর্গানাইজার তরিকুল ইসলাম প্রমুখ।কর্মশালায় উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যগণ ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, মানবপাচার ছাড়াও অন্যান্য সকল অবৈধ কাজের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments