সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলা সমন্বিত সামাজিক ফোরামের কার্যকরি পরিষদ গঠিত হয়েছে। ১১ জানুয়ারি ‘২১ সোমবার ফোরামের অস্থায়ী কার্যালয়ে ২০২১-২০২২ সালের জন্যে কার্যকরি পরিষদ গঠন করা হয়।
এতে সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান হাশেমীসহ ২১ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা জামাল হোছাইন ও নুর মুহাম্মদ, সহ-সাধারন সম্পাদক: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ উল্লাহ মামুন, অর্থ সম্পাদক: করিমুল্লাহ, সহ-অর্থ সম্পাদক: হাফেজ জিয়াউল হক সবুজ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক: সরওয়ার আলম, সমাজকল্যাণ সম্পাদক: নুরুল বশর, সাংস্কৃতিক সম্পাদক: এরশাদুর রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক: মীর কাশেম আলী, দপ্তর সম্পাদক: মাওলানা নাছির উদ্দীন নিজামী, প্রচার সম্পাদক: কায়েদ আজম মুহাম্মদ আলী জিন্নাহ, প্রকাশনা সম্পাদক: জায়নাত উল্লাহ বাহারী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক: জয়নাল আবেদীন। কার্যকরি পরিষদ সদস্য হিসেবে মুহাম্মদ জালাল উদ্দিন, মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, মুহাম্মদ আবদুল আমিন, মাওলানা জাকির হোছাইন, হাফেজ রহিম উল্লাহ।