টেকনাফ উপজেলা বাস্তুহারালীগের নতুন কার্যকরী কমিটি গঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ বাস্তুহারালীগ টেকনাফ উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে টেকনাফ ষ্টেশন কে কে পাড়া অস্থায়ী কার্যালয়ে এক সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। হাজী জসীম উদ্দীনের মঞ্চলনায় মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যথাক্রমে জেলা বাস্তুহারালীগের সভাপতি মাষ্টার আব্দুর রহীম ও টেকনাফ উপজেলা ক্ষুদে মৎস্যজীবি জেলে সমিতির প্রচার সম্পাদক আলহাজ্ব নুরুল আমীন। বাস্তুহারালীগের লক্ষ্য উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বাস্তুহারালীগের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রধান বক্তা হিসাবে রাখেন, টেকনাফ উপজেলা বাস্তুহারালীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুর নাহার, বাস্তুহারালীগের পৌরসভার সাবেক সভাপতি নুরুল আমিন ও নুরুল বশর প্রমুখ। পরে সভার সর্বসম্মতি ক্রমে মো. ইউসুপ আলীকে সভাপতি, সাধারণ সম্পাদক নুর বশর, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দীন ও মহিলা বিষয়ক সম্পাদিকা নুর নাহার বেগমসহ ৫ জনকে প্রাথমিকভাবে টেকনাফ উপজেলা বাস্তুহারালীগের কার্যকরী কমিটি ঘোষানা করা হয়। অবশিষ্ঠ ২১টি বিভিন্ন পদের নাম পরবর্তীতে ঘোষানা করা হবে বলে জানান নেতৃবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানের আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ উপস্থিত ছিলেন

IMG 20190920 165854 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবরTeknaf pic 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর