হুমায়ূন রশিদ : ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য়ধাপে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে কঠোর নিরাপত্তা, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনী লড়াইয়ে চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মৌঃ ফেরদৌস আহমদ জমিরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহেরা আক্তার মিলি নির্বাচিত হয়েছে।
২৪ মার্চ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৫৫টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়। উপজেলার ১লাখ ৪৫হাজার ৮শ ৮জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোট গণনা করে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানসহ বিশেষ টিম। এতে উপজেলা চেয়ারম্যান পদে নুরুল আলম (মোটর সাইকেল-৩৭২৯৯), নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক মোহাম্মদ আলী (নৌকা-২৪০৫১) ও স্বতন্ত্র প্রার্থী জাফর আহমদ চেয়ারম্যান (আনারস-১৬৪৭৪) ভোট পেয়ে ৩য়স্থানে রয়েছে।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১ম মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (তালা-১৮৩৩৮), ২য় মাওলানা রফিক উদ্দিন (মাইক-১৭১১৭) এবং ৩য় সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী (পালকী-১৩৫৫৭) ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ম তাহেরা আক্তার মিলি (পদ্মফুল-৩০,০৫৪), ২য় সনজিদা বেগম (কলসী-২৫,৪৫০) এবং ৩য় মিছবাহার ইউছুপ (ফুটবল-১৯.৫৩৫) ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
এই নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক ৩টি ভ্রাম্যমান আদালত, আইন-শৃঙ্খলা বাহিনীর ১৩টি টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত পরিমাণ অনসার সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিল।