সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার এক জরুরী বর্ধিত সভা রবিবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর তালিকা নির্ধারণ ও মনোনয়ন সম্পন্ন করার লক্ষ্যে এ জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
২৭ জানুয়ারী রোজ রবিবার বিকেল ২ টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক/ আহ্বায়ক ও যুগ্ন আহ্বায়ক এবং মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সহ স্ব শরীরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরুধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুরুল বশর।