নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তার সোমবার সকাল সোয়া ১০টার দিকে এসাইনমেন্ট জমা দিয়ে স্কুল থেকে ফেরার পথে টেকনাফ সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কচুবনিয়া এলাকায় কবরস্থানের মোড়ে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা একই এলাকার লাল মিয়ার ছেলে জোবাইর এর নেতৃত্বে প্রাইভেট কারে করে টেনেহিঁচড়ে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন উক্ত ছাত্রীর মা তৈয়ুবা বেগম।
পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর সংবাদের সত্যতা নিশ্চিত করে, ইতিপূর্বে ছাত্রীটিকে উত্বক্ত করায় ছেলেটির কাছ থেকে মুচলেখা নেয়া হয়েছিল। এঘটনায় ছাত্রীটিকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতার দাবী জানান তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ছাত্রীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
