টেকনাফে ৫৩ তম জাতীয় সমবায় দিবস র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

: মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ
প্রকাশ: ১ মাস আগে

“সমবায় গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পর্যায়ে টেকনাফে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২৪ র‍্যালী ও আলোচনা সভা ২ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা সমবায় অফিসার নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান। টেকনাফ  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজিত এবং উপজেলা সহকারী সমবায় অফিসার আহমদ মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল-ফয়সাল সিদ্দিকী, টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি  সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ প্রবাসী কর্মজীবী ( ইউএই)সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও বাহারছড়া সাগর কন্যা মহিলা সমবায় সমিতির সভাপতি রাশেদা বেগম। প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার বলেন,একতাই শক্তি এবং সমবায় শব্দের অর্থ দশে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ। এ বিষয়ের উপর বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।সভাপতি সমাপনী বক্তব্যে সমবায় এর গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় একটি  জনগণের প্রতিষ্ঠান হিসাবে দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। উপস্থিত ছিলেন, উপজেলা দূর পাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতি, জাহাজপুরা সাগর কন্যা সমবায় মহিলা সমবায় সমিতি, স্বপ্নতরী মহিলা সমবায় সমিতি, টেকনাফ প্রবাসী(ইউএই) কর্মজীবী সমবায় সমিতি, টেকনাফ বাস স্টেশন সিএনজি চালক সমবায় সমিতি, টেকনাফ কার ও নোহা মালিক সমবায় সমিতি, টেকনাফ পৌর সভা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি,কেরুনতলী চাকমারকুল টমটম মালিক ক্রমিক সমবায় সমিতি,টেকনাফ উপজেলা শীল কল্যাণ সমবায় সমিত, শাহপরীরদ্বীপ প্রাক্তন প্রবাসী সমবায় সমিতি ও টেকনাফ উপজেলা ভাংগারী ব্যবসায়ী সমবায় সমিতি। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র‍্যালী প্রদক্ষিণ করা হয়।