হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৮জুন সকাল সোয়া ৭টায় কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি) এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের দক্ষিণ কানজর পাড়ায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে কাঞ্জর পাড়ার মৃত আব্দুল মাবুদের পুত্র আবু বক্কর (৫০) ও শমসের আলমের পুত্র গিয়াস উদ্দিন (২৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###