হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা ভোররাতে প্রধান সড়কে আভিযান চালিয়ে ৪০হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৩১জুলাই ভোররাত সোয়া ২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাইক্ষ্যংখালী বাজারে জনৈক আব্দুল মালেক এর গাউছিয়া ষ্টোর দোকানের সামনে মহাসড়কের পাশে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ার সব্বির আহমদের পুত্র আব্দুর রহিম (৩৯) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###