গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩লাখ ৩০হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।
বিজিবি সুত্র জানায়, ৬ অক্টোবর (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫/৬ জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে নদীতে ঝাঁপ দিয়ে পাশর্^বর্তী কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ভর্তি একটি কাঠের নৌকা জব্দ করে। পরে তা গণনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত নৌকাটি টেকনাফ কাস্টমস অফিসে জমা দিয়ে উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেন। ###