টেকনাফে ২৬নং শালবাগান ক্যাম্পে আইয়াছ বাহিনী প্রধান ওসমান গণি আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে ২৬নং শালবাগান ক্যাম্পে ১৬এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকার ত্রাস “আইয়াছ বাহিনীর ” প্রধান ওসমান গণিকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ৫জুলাই রাত সাড়ে ১০টায় টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকার ত্রাস “কুখ্যাত আইয়াছ বাহিনীর” প্রধান, চিহ্নিত খুনি, ডাকাত, অবৈধ অস্ত্রধারী ও অপহরণকারী চক্রের হোতা ব্লক-এ/৫এর বাসিন্দা মোঃ জাকারিয়ার পুত্র মোঃ ওসমান গনি ওরফে আইয়াছ (২২) কে নিজ শেড হতে গ্রেফতার করে। সে টেকনাফ মডেল থানার মামলা নং-৫৩(৪)২১, ধারা-৩০২/৩৪ পিসি ও মামলা নং-১১(৬)২০২০সহ প্রায় ৭/৮টি মামলার এজাহার নামীয় পলাতক আসামী।
কক্সবাজার ১৬ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ধৃত আসামীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###