ফরিদুল আলম : টেকনাফে ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে কঠোর লকডাউন অমান্য করায় ৪জন রোহিঙ্গা নাগরিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সুত্র জানায়, ৭জুলাই (বুধবার) দুপুর ১২টায় টেকনাফের ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসির নেতৃত্বে দায়িত্বরত এপিবিএন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় ক্যাম্প মোবাইল কোর্ট পরিচালনা কালে কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ব্লক-এ-১ এর ৯৩নং ঘরের বাসিন্দা মোঃ ইউনুছের পুত্র মোঃ সাকের (৪০), ২৮০নং ঘরের বাসিন্দা দিলদার আহমদের পুত্র মোঃ হোসেন (২৭), ব্লক-এ-৫ এর ৭৮নং ঘরের বাসিন্দা রশিদ আলমের পুত্র আইয়ুব (১৯) এবং ৬৬১নং ঘরের বাসিন্দাআব্দু রাজ্জাকের পুত্র রিয়াজ (৩৩) কে আটক করে। পরে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক প্রত্যেক রোহিঙ্গাকে ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
কক্সবাজার ১৬এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালত ধৃত রোহিঙ্গাদের নিকট হতে জরিমানা আদায় ও মুচলেকা নেওয়ার সর্তকতা জারী করে ছেড়ে দেওয়া হয়। ###