আরাফাত সানি :
টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দ আলম (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।শনিবার ( ২১ সেপ্টেম্বর) রাতে বিসিজি স্টেশন টেকনাফ কোস্টগার্ড বাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায়। তার বাবা মৃত মোহাম্মদ উল্লাহ ।
অভিযানের পর কোস্টগার্ড পূব জোনের অধীনস্থ টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ সোহেল রানার বলেন, শনিবার ( ২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশান টেকনাফ কোস্টগার্ড একটি ফোর্স নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার ছৈয়দ আলমের বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক সৈয়দ আলমকে আটক করা হয়।
আটক ইয়াবা ও মাদক ব্যবসায়ীকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।