টেকনাফে ১লাখ ২৮হাজার ই*য়া*বা*সহ আটক-১ ; পলাতক-৫

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে ১লাখ ২৮হাজার ইয়াবাসহ নাজির পাড়ার এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ৫জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, গত ২৬ জুলাই রাত পৌনে ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে নাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র রফিক আহমদ (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় আরো ৫জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ব্যক্তির বসত-ঘরের শয়নকক্ষে সিলিংয়ের উপরে একটি সাদা প্লাষ্টিকের বস্তার ভেতরে হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১লাখ ২৮হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করে থাকে। পরে কৌশলে আর্থিক লাভের জন্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###